No Internet Connection !

ফরিদপুর জেলা পরিচিতি

প্রশ্ন: ফরিদপুর জেলা প্রতিষ্ঠিত হয় কবে? উ: ১৮১৫ সালে।
প্রশ্ন: ফরিদপুর জেলার সীমানা কি? উ: ফরিদপুর জেলার সীমানা:

✅ উত্তরে: রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলা

✅ দক্ষিণে: গোপালগঞ্জ জেলা

✅ পূর্বে: মাদারীপুর ও মুন্সীগঞ্জ জেলা

✅ পশ্চিমে: মাগুরা ও নড়াইল জেলা


প্রশ্ন: ফরিদপুর জেলার আয়তন কত? উ: ২০৭২.৭২ বর্গ কিলোমিটার।
প্রশ্ন: ফরিদপুর জেলার সাক্ষরতার আন্দোলনের নাম কি? উ: আলোর পথে ফরিদপুর।
প্রশ্ন: ফরিদপুর জেলার গ্রাম কতটি? উ: ১,৮৮৭ টি।
প্রশ্ন: ফরিদপুর জেলার কতটি ইউনিয়ন রয়েছে? উ: ৮১ টি।
প্রশ্ন: ফরিদপুর জেলার উপজেলা/থানা কতটি ও কি কি? উ: ৯ টি। ফরিদপুর সদর, সদরপুর, মধুখালী, চরভদ্রাসন, বোয়ালমারী, ভাঙ্গা, নগরকান্দা, আলফাডাঙ্গা ও সালথা।
প্রশ্ন: ফরিদপুর জেলার পৌরসভা কতটি? উ: ৫ টি। ফরিদপুর, বোয়ালমারী, নগরকান্দা, ভাঙ্গা, মধুখালী।
প্রশ্ন: ফরিদপুর জেলার নদ-নদী কি কি? উ: পদ্মা, মধুমতি, কুমার, আড়িয়াল খাঁ ইত্যাদি।
প্রশ্ন: ফরিদপুর জেলার শিল্প ও খনিজ সম্পদগুলো কি কি? উ: পাট, ওষুধ।
প্রশ্ন: ফরিদপুর জেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো কি কি? উ: নদী গবেষণা ইনস্টিটিউট, আটরশি ও চন্দ্রপাড়া পীর সাহেবের দরবার শরীফ, কামারখালী গড়াই সেতু, মথুরাপুরের দেউল (মন্দির)।
প্রশ্ন: ফরিদপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ কারা কারা? উ: রমেশচন্দ্র মজুমদার (ইতিহাসবিদ, শিক্ষাবিদ), নবাব আবদুল লতিফ (সমাজ সংস্কারক), মৃণাল সেন, অচিন্ত্য কুমার সেনগুপ্ত (সাহিত্যিক), অজিতকুমার চক্রবর্তী (সাহিত্যিক), মহাকবি আলাউল (কবি ও সাহিত্যিক), কাজী মোতাহার হোসেন (সাহিত্যিক), ক্ষীরোদ চন্দ্র মুখোপাধ্যায়, আবুল কালাম শামসুদ্দীন (সাহিত্যিক), কবি জসীম উদ্দীন (কবি, সাহিত্যিক), বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ (মুক্তিযোদ্ধা), সৈয়দা সাজেদা চৌধুরী (রাজনীতিবিদ)।
তথ্যসূত্র: faridpur.gov.bd
top
Back
Home
Gsearch